পটুয়াখালীতে নিবার্চনে হেরে ভোট কেনার টাকা ফেরত নিলেন সদস্য প্রার্থী

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২২

নিউজটি শেয়ার করুন

 

 

পটুযাখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে ২ নং সংরক্ষিত আসনের (বাউফল ও দশমিনা) সদস্য প্রার্থী রুবিনা আক্তার নির্বাচনে হেরে ইউপি সদস্যদের কাছে টাকা ফেরত নিতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন, এমন একটি ভিডিও সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

 

 

জানা যায়, পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে বাউফল ও দশমিনা উপজেলার সংরক্ষিত নারী আসনে চারজন প্রার্থী প্রতিদ্ধন্ধীতা করেন। কামরুন নাহার দোয়াত কলম প্রতীক নিয়ে ১৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্ধী প্রার্থী পশরী রানী হরিণ প্রতীক নিয়ে ১২০ ভোট পান। এদিকে মোসা. রুবিনা আক্তার ফুটবল প্রতীক নিয়ে ৩৬ ভোট পান এবং আরেক প্রার্থী ফাতেমা আলম শূন্য ভোট পেয়েছেন।

 

 

গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন

 

ভাইরাল হওয়া ভিডিওতে রুবিনা আক্তারকে বলেন, “আমি সামর্থ্য অনুযায়ী ভোটারদের ২ হাজার করে টাকা দিয়েছি। তারা টাকা নেওয়ার সময় আশ^াস দিয়েছে আমাকে ভোট দেবে, কিন্তু তারা আমাকে একটা ভোটও দেয়নি। অন্যান্য মেম্বার আমার টাকা ফেরত দিয়ে দিয়েছে, কিন্তু এই মেম্বার টাকা দিতে চায়নি। পরে টাকা ফেরত দিয়েছে এবং আমাকে লাঞ্ছিত করেছে।

 

 

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আল হেলাল বলেন, বিষয়টি আমিও দেখেছি। নির্বাচনে টাকার লেনদেন করা অবৈধ। তারা দুজনই অপরাধ করেছে।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ