পটুয়াখালী

পটুয়াখালীতে নাতির মৃত্যুর খবর শুনে মারা গেলেন নানি!

By admin

January 31, 2023

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: পটুয়াখালীর দুমকির পার্শ্ববর্তী এলাকা মৌকরণে নানার বাড়িতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মী কুরআনের হাফেজ মো. খালিদ হোসেন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর শুনে তার নানিও স্ট্রোক করে মারা গেছেন।

 

 

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দুমকি উপজেলার পার্শ্ববর্তী মৌকরণ এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

নিহত খালিদ দুমকির আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের মো. মাওলানা রফিকুল ইসলামের বড় ছেলে। তিনি কুরআনের হাফেজ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মী ছিলেন।

 

 

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে খালিদ নানার বাড়িতে পুকুরে মাছ ধরার উদ্দেশ্যে মোটর লাগাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন দ্রুত খালিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

 

গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন

 

এদিকে কুরআনের হাফেজ নাতির মৃত্যুর খবর শুনে নানি কুলসুম বেগম (৬৫) স্ট্রোক করে মারা যান। কুলসুম বেগম পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ এলাকার বাসিন্দা।

 

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মৃত্যুর খবর শুনেছি তবে পরিবারের কেউ জানায়নি। ঘটনাস্থলে থানা থেকে লোক পাঠানো হয়।