পটুয়াখালীতে দুই বাসের সংঘর্ষে আহত ১০

প্রকাশিত: ৯:০৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২২

নিউজটি শেয়ার করুন

 

পটুয়াখালীতে ঢাকাগামী সাকুরা পরিবহন ও কুয়াকাটাগামী মায়ের দোয়া পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

 

সোমবার রাত ৮টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের হেতালিয়া বাধঘাট নামক এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- জহিরুল ইসলাম, মো. রফিকুল মাস্টার, আ. রফিক, কবির সিকদার, মো. নাজমুল, মো. রফিকুল ইসলাম, মো. শামিম, বাপ্পী, মো. আলম ও আলমাস।

 

জানা গেছে, কুয়াকাটা থেকে ছেড়ে সাকুরা পরিবহনের বাস পটুয়াখালীর হেতালিয়া বাধঘাট এলাকা অতিক্রম করছিল। বরিশাল থেকে ছেড়ে আসা মায়ের দোয়া পরিবহনের বাসের সঙ্গে ঐ বাসের সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর দুপাশে প্রায় এক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে ট্রাফিক পুলিশ এসে যানজট ছাড়ায়।

 

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মনিকা ঘোষাল বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ১০ থেকে ১২ জন রোগী আমাদের এখানে এসেছেন। চারজনের মাথায় আঘাত লেগেছে। সিটি স্ক্যানের পর বোঝা যাবে। বাকিদের হাত পা কেটে গেছে।

 

পটুয়াখালী সদর থানার এএসআই মো. সালেক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাস দুটি থানায় আনা হয়েছে। তবে বাসগুলোর চালক বা হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ