পটুয়াখালী

পটুয়াখালীতে ডিউটি অবস্থায় এসআইর মৃত্যু

By admin

June 01, 2021

 

পটুয়াখালীর মহিপুর থানায় ডিউটি অফিসার হিসেবে কর্তব্য পালনকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এসআই সাইদুর রহমান (নিরস্ত্র) মৃত্যুবরণ করেছেন।

 

মঙ্গলবার সকাল ৮টায় ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব হস্তান্তরের সময় বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জেএইচ খান লেলিন তাকে মৃত ঘোষণা করেন।

 

চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে।

 

পরবর্তীতে লাশ মহিপুর থানায় নিয়ে আসার পর দুপুর ১২টায় থানার সামনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এসআই সাইদুর রহমানের সহকর্মীদের পাশাপাশি সুধীসমাজ এবং স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

 

এসআই সাইদুর রহমান স্ত্রী, এক কন্যা এবং এক পুত্রের জনক ছিলেন। তার বয়স হয়েছিল ৪৪ বছর।

 

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, পটুয়াখালী পুলিশ লাইনসে দ্বিতীয় জানাজা শেষে অফিসিয়াল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বরিশাল শহরের হাতেম আলী কলেজ সংলগ্ন তার পৈতৃক বাড়িতে মরহুমের লাশ দাফন করা হবে।