পটুয়াখালীতে জাল টাকাসহ দুই যুবক গ্রেফতার

প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, মে ২৮, ২০২৫

পটুয়াখালীতে জাল টাকাসহ দুই যুবক গ্রেফতার
নিউজটি শেয়ার করুন

 

বরিশালে জালনোটসহ তৈরির সরঞ্জামসহ অয়ন মীর (২৩) ও তামিম খান (২৩) নামে দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

 

 

সোমবার (২৬ মে) দিনগত গভীররাতে পটুয়াখালী সদর থানা এলাকার মৌকরণ গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

 

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান। এসময় দুজনের কাছ থেকে মোট ১৭ হাজার সাতশ টাকা মূল্যমানের জালনোট উদ্ধার করা হয়। এছাড়া জালনোট তৈরির প্রিন্টার, ল্যাপটপসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করে র‌্যাব।

 

 

গ্রেফতার অয়ন মীর (২৩) পটুয়াখালীর রাঙ্গাবালি থানা নিজহাওলা গ্রামের মাসুদ মীরের ছেলে এবং তামিম খান (২৩) পটুয়াখালী সদরের মৌকরণ গ্রামের সহিদ ইসলামের ছেলে।

 

 

র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান বলেন, ঈদকে সামনে রেখে কিছু অসাধু ব্যক্তি জালনোট তৈরি করে বাজারে ছড়িয়ে দিচ্ছে। তাই জালনোট রোধে অয়ন মীরের ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়িতে জাল নোট কিনতে বেশ কিছু ব্যক্তি অবস্থান করছিল।

 

 

অভিযানকালে অয়নসহ জালনোট কিনতে আসা তামিমকে আটক করা হয়। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক ধারায় মামলা দায়ের করেছে র‌্যাব।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ