ঢাকা ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২২
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে ছয় হাজার পিচ ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। সোমবার (২৯ আগস্ট) সকালে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের পশ্চিম হেতালিয়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, বিথী খাতুন (৩১), মিজানুর রহমান সাগর আকন (৪০), আঃ গফফার হাং (৩২), এবং বশির হোসেন (৪২)। আটকৃত বিথী খাতুন ও বশির হোসেনের বাড়ি পশ্চিম হেতালিয়া গ্রামে এবং মিজানুর রহমান সাগর ও আঃ গফফার হোসেনের বাড়ি পৌর শহরের ৯নং ওয়ার্ডের পশ্চিম টাউন কালিকাপুর।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর থানার পশ্চিম হেতালিয়া কুড়ির খাল এলাকার চালিয়ে তার ঘরের তালবদ্ধ কাঠের অয়াড্রপ থেকে ২ হাজার ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তার ঘরে অবস্থানরত বাকি আসামিদের কাছ থেকে ৩ হাজার ৯৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে মিজানুর রহমান সাগর আকন একাধিক মামলার আসামি এবং দুটি মাদক মামলার ২৯ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মনিরুজ্জামান জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক