পটুয়াখালী

পটুয়াখালীতে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু

By admin

October 11, 2021

 

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ছেলের মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে পড়ে গিয়ে প্রাণ গেল আক্তার খানম (৫০) নামে এক শিক্ষিকার।

 

সোমবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের সরকারি আব্দুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজসংলগ্ন এলাকার ঢ়াড়িবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আক্তার খানম উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

 

স্বজনরা জানান, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আক্তার খানম তার একমাত্র ছেলে তরিকুলের মোটরসাইকেলে চড়ে দশমিনা সদর থেকে গ্যাসের চুলা কিনে বাড়ি ফিরছিলেন।

 

সরকারি আব্দুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজসংলগ্ন এলাকার ঢ়াড়িবাড়ির সামনে পৌঁছলে ওই শিক্ষিকা মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আক্তার খানমকে মৃত ঘোষণা করেন।

 

দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, বিষয়টি তার জানা নেই। পুলিশ পাঠিয়ে জানতে হবে।