পটুয়াখালী

পটুয়াখালীতে গাঁজার গাছসহ আটক ১

By admin

May 16, 2023

 

মনজুর মোর্শেদ তুহিন, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা পুলিশের অভিযানে মিজানুর রহমান (৪৫), নামের একজনকে ২ টি গাঁজার গাছ সহ আটক করা হয়েছে।

 

 

আটককৃত মিজানুর রহমান পৌর শহরের কলাতলা ১’ম লেন যুব সংসদ সড়ক এলাকার বাসিন্দা ইয়াকুব আলী তালুকদার এর ছেলে মাতা মোসাঃ জাহানারা বেগম।

 

 

ডিবি পুলিশ সুত্রে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ একেএম আজমল হুদার নির্দেশনায়, এস,আই সম্বিত রায়, সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় ১৫’মে পৌর এলাকার টাউন কালিকাপুর যুব সংসদ সড়ক কলাতলা ১ম লেনে অভিযান পরিচালনা করে মিজানুর রহমান (৪৫) এর একতলা বিশিষ্ট বসতঘরের ছাদের দক্ষিন পশ্চিম কোনায় টিন ও সিমেন্ট এর বস্তা দ্বারা বিশেষ ভাবে তৈরিকৃত ২ টি টবে ২ টি গাঁজার গাছ, যাহার প্রত্যেকটির উচ্চতা ৩ ফুট ৮ ইঞ্চি এবং ডালপালা সহ চারদিকের ব্যসার্ধ ৩ ফুট ৬ ইঞ্চি সহ গ্রেফতার করা হয়।

 

 

এ বিষয়ে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ এ,কে,এম আজমল হুদা বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে সদর থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলে জানান।