পটুয়াখালী

পটুয়াখালীতে খালে থেকে নবজাতকের লাশ উদ্ধার

By admin

August 11, 2022

 

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় একটি খালে ভাসছে নবজাতকের লাশ। বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলার আমখোলা ইউনিয়নের বাউরিয়া ও চালিয়াবুনিয়া গ্রামের মাঝখান দিয়ে বয়ে যাওয়া খালে লাশটি ভাসতে দেখেন স্থাানীয়রা।

 

 

বর্তমানে বাউরিয়া গ্রামের ওই স্থানে ভীড় করেছে স্থানীয় মানুষ।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা ওই খালে নবজাতকটি ভাসতে দেখেন। তবে এ শিশুটি কে বা কারা ওই খালে ফেলে গেছে না ভেসে এসেছে সেটি নিশ্চিত বলতে পারেনি কেউ। নবজাতটি উপর হয়ে থাকার পর শিশুটিকে উদ্ধার করেন পুলিশ। উদ্ধার করার পর জানা গেছে এটি একটি মেয়ে শিশু।

 

 

আমখোলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গ্রাম পুলিশ জাকির হোসেন জানান, ঘটনা শোনামাত্র এখানে এসেছি। থানা পুলিশকে খবর দেয়া হয়েছে। তার আসলে নবজাতকটিকে উদ্ধার করা হবে।

 

 

গলাচিপা থানার ওসি এমআর শওকত আনোয়ার জানান, ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।