পটুয়াখালীতে কোর্স কারিকুলাম সংশোধনে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৩

পটুয়াখালীতে কোর্স কারিকুলাম সংশোধনে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিউজটি শেয়ার করুন

 

পটুয়াখালী প্রতিনিধিঃ মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা অসঙ্গতিপূর্ণ পাঠ্যক্রম প্রণয়নের বিরুদ্ধে সারাদেশে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

 

 

এ লক্ষ্যে আইএসিআইবি ম্যাটস্, পটুয়াখালী ও ডিডাব্লিউএফ ম্যাটস্, পটুয়াখালী ক্লাস বর্জন অবস্থান কর্মসূচি পালন করেছে। ব্যানারে ৪ দফা দাবি জানিয়েছে।

 

 

দাবি সমূহ: ১.কোর্স কারিকুলাম সংশোধন। ২. ৪ (চার) বছরের একাডেমিক কোর্স রেখে, সাথে ১ (এক) বছরের ইন্টার্ণশীপ পুর্ণ:বহল। ৩.উচ্চ শিক্ষার ব্যবস্থা করা। ৪.শূন্য পদে নিয়োগ ও নতুন পদ সৃজন।

 

 

বুধবার (১৫ মার্চ) সকালে ডিডাব্লিউএফ ম্যাটস্ এর ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে র‌্যালী বের করে জেলা প্রশাসক এর কার্যালয় সামনে এসে র‌্যালীটি শেষ করে অবস্থান কর্মসূচি পালন করে।

 

 

দেরি না করে কোর্স কারিকুলাম সংশোধন, ইন্টার্নশিপ পুনঃপ্রবর্তনসহ অসামঞ্জস্যপূর্ণ পাঠ্যক্রম সংশোধন। বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান, শূন্য পদে নিয়োগ ও নতুন পদ সৃজন করতে হবে। মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করে পাঠ্যক্রমের অসঙ্গতি প্রণয়নের প্রতিবাদে এবং সংশোধনের দাবি জানান।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ