ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২২
আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ-২০২২ উপলক্ষে পটুয়াখালীতে ‘গার্লস টেক ওভার’ কর্মসূচিতে পটুয়াখালী সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খানের পদে এক ঘণ্টার জন্য প্রতীকী দায়িত্ব পালন করেছেন ১৬ বছর বয়সী কন্যাশিশু এনসিটিএফ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক ও পটুয়াখালী সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তাহসিন তাহা মনির।
মঙ্গলবার সকালে পটুয়াখালী সিনিয়র জেলা নির্বাচন অফিসে প্রতীকী দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ-২০২২ উপলক্ষে বিগত বছরগুলোর ন্যায় এবারও কন্যা শিশুদের এগিয়ে নিতে সাহস, শক্তি ও প্রেরণা জোগাতে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতা ইয়ুথ ফর চেইঞ্জ ও ইয়েস বাংলাদেশের বাস্তবায়নে পটুয়াখালীতে ‘গার্লস টেক ওভার’ কর্মসূচির আয়োজন করে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ)।
কর্মসূচির আওতায় নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা মাঠ পর্যায়ে জনসেবা ও চ্যালেঞ্জিং পেশা হিসেবে কন্যা শিশুদের যেকোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে এবার এবার সিনিয়র জেলা নির্বাচন অফিসারের প্রতীকী দায়িত্ব পালন করে।
এসময় সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান, উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান, এনসিটিএফ-এর জেলা সভাপতি একেএম ইমরান সালেহীন, ইয়েস বাংলাদেশের সভাপতি হাসিবুর রহমান ও বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক