পটুয়াখালী

পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

By admin

October 18, 2020

 

পটুয়াখালী : পটুয়াখালীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাতে শহরের কলেজ রোড এলাকায় অভিযান চালায় র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা।

 

এ সময় মো. আলমগীর হোসেন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীর বাসায় তল্লাশি চালিয়ে মোট ৬ হাজার ৬০০ পিচ ইয়াবা জব্দের পর তাকে গ্রেফতার করে র‌্যাব।

 

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. রবিউল ইসলাম জানান, কলেজ রোড এলাকার একটি বাসায় ইয়াবার মজুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা অভিযান চালায়। ৬ হাজার ৬০০ পিচ ইয়াবা জব্দ করে আলমগীর নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। ইয়াবার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

 

মাদক ব্যবসায়ী আলমগীর বরগুনা জেলার আমতলী এলাকার ইউসুফ মিয়ার ছেলে। সে দেড় বছর ধরে কলেজ রোড এলাকার একটি ভাড়া বাসায় থেকে ট্রলারে মাছের ব্যবসার আড়ালে ইয়াবার ব্যবসা চালিয়ে আসছে।