পটুয়াখালী

পটুয়াখালীতে ইয়াবাসহ ইজিবাইক চালক আটক

By admin

December 07, 2020

 

পটুয়াখালী : মো.আমিরুল ইসলাম (৩৫) পেশায় একজন ইজিবাইক চালক। পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপলদি গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন যাবত ইজিবাইকে যাত্রী পরিবহন পেশার আড়ালে চলছিল ইয়াবার ব্যবসা।

 

গোপন সুত্রে খবর পেয়ে পটুয়াখালী র‌্যাব-৮ এর সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. রবিউল ইসলামের নেতৃত্বে সোমবার বেলা সারে এগারোটার দিকে দশমিনার মধ্য বাঁশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বের কালভাটের উপর হতে গ্রেপ্তার করে।

 

এ সময় ইজিবাইক চালক আমিরুলের কাছ খেকে ৬৯৭ পিস ইয়াবা জব্দ করা হয়। এক জিজ্ঞাসাবাদে ইজিবাইক চালক আমিরুল ইসলাম স্বীকার করেছেন যে, তিনি ইজিবাইক চালক হলেও তার প্রকৃত ব্যবসা ইয়াবা বিক্রি। সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার থেকে ইয়াবা এনে উপজেলায় বিক্রি করত।

 

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন।