ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২২
বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: কাতার ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে পটুয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ নভেম্বর) বিকেলে পটুয়াখালী সার্কিট হাউস থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় বাদ্য যন্ত্র ও মোটরসাইকেলসহ হাজার হাজার আর্জেন্টিনা সমর্থক শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
এসময় অংশগ্রহণকারীরা বলেন, এবার তাদের পছন্দের দল ও খেলোয়াড় লিওনেল মেসি বিশ্বকাপ জয়ী হবে।
এদিকে পটুয়াখালীতে বিগত দিনের সকল শোভাযাত্রাকে হার মানিয়ে অধিক সংখ্যক সমর্থকদের উপস্থিতি হয়েছে বলেও দাবি করেন আয়োজকরা।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক