পটুয়াখালী : কলাপাড়া থেকে একজন কচ্ছপ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৮। গ্রেফতারকৃত আসামী হলেন সুব্রত বিশ্বাস। জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে কচ্ছপ ব্যবসায়ের সাথে জড়িত বলে স্বীকার করে।
আটকের সময় তার কাছ থেকে ১৮ টি কচ্ছপ উদ্ধার করা হয়। যাহার সর্বমোট ওজন ১৮ কেজি। অভিযানে নেতৃত্বদেন র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম।
উদ্ধারকৃত কচ্ছপ এবং গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে র্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র্যাব।