পটুয়াখালী : নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকারের অপরাধে পটুয়াখালীর মির্জাগঞ্জে আব্দুস সত্তার জমাদ্দার ও রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট( সহকারী কমিশনার ভূমি)রায়হান উজ্জামান গ্রেফতারকৃত দুই ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এ সময় তাদের কাছে ৪০০০ মিটার জাল উদ্ধার করা হয়।
এছাড়াও পায়রা নদী থেকে পৃথক ৪০০০ হাজার মিটার জাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।