পটুয়াখালী

পটুয়াখালীতে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

By admin

May 20, 2023

 

নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ চলছে।

 

 

শনিবার (২০ মে) সকাল ১০টায় বনানী মোড়ে অবস্থিত জেলা বিএনপির কার্যালয় থেকে সমাবেশ শুরু হয়।

 

 

এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল আউয়াল মিন্টু ।

 

 

অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী জেলা যুবলীগের শান্তি সমাবেশ শুরু হয়। এই সমাবেশকে কেন্দ্র করে পৌরসভা মোড় থেকে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়।