ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, মে ২৬, ২০২৫
জিহাদুল ইসলাম, কালিয়া নড়াইল:: নড়াইলের নড়াগাতী থানার জয়নগর গ্রামে আমেরিকা প্রবাসী খন্দকার বেলায়েত হোসেন (৮০) এর বাড়ীতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
দেশে বাবার বাড়ীতে থাকা বেলায়েত হোসেনের সেজ ছেলের স্ত্রী তাজিন আহমেদ ২১ মে শশুর বাড়ী এসে ঘরের ভিতর এলোমেলো দেখে তার বড় ভাসুরের শশুরকে ফোন দেয়। তাদের ধারণা ২০ মে রাতে যে কোন সময় চোর/চোরেরা ঘরের সিন্ধুক ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ২৫ মে প্রবাসীর বিয়াই গোপালগঞ্জ জেলার কংশুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মাহমুদুল হাসান অজ্ঞাত চোর চক্রের বিরুদ্ধে নড়াগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। খন্দকার বেলায়েত হোসেন ওই গ্রামের মৃত খন্দকার আব্দুল গফুরের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই বাড়ির মালিকগন সবাই ইউ,এস,এ (আমেরিকা) তে বসবাস করায় বাড়ীটি তালাবদ্ধ থাকে। খবর পেয়ে ভুক্তভোগীর বিয়াই (ছেলের শ্বশুর) মাহমুদুল হাসান এসে ঘরের ভিতরের সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখে চুরির বিষয়টি জানতে পারেন। পরবর্তীতে খোঁজখবর নিয়ে জানেন মসজিদের নগদ ২৬ হাজার টাকা ও চার ভরী স্বর্ণালঙ্কার চোর চক্র নিয়ে গেছে।
এ সময় চোরেরা ভবনের প্রতিটি রুমের ভিতরে ওয়াল সোকেস, ষ্টীলের বাক্স, ষ্টীলের আলমারি সহ ঘরের সমস্ত জিনিসপত্র ভাংচুর করে জমির দলিল পত্র তচনচ করে ব্যপক ক্ষতি সাধন করে। এ ঘটনায় চোরচক্রকে সনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।
এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। চোর সনাক্তে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক