ঢাকা ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৩
জিহাদুল ইসলাম, নড়াইল:: নড়াাইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে আধিপত্য বিস্তাারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত যুবলীগ কর্মী মাসুম(২৮) হত্যাকান্ডের মূল আসামী আতাউর মৃধা(৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
কালিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে গোয়েন্দা টিমের একটি চৌকস দল তাকে আটক করে। আটককৃত আসামী আতাউর একই গ্রামের মৃত মমতাজ মৃধার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামে মহাসীন মোল্যা ও আতাউর মৃধা গ্রুপের মধ্যে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৪ সেপ্টেম্বর মোঃ মাসুম মোল্যা আতাউর গ্রুপের লোকজনের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেলে ভর্তি হয়। অতঃপর ২১ সেপ্টেম্বর তাকে ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ২২ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুর ১ টার দিকে তার মত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই মো: বিপ্লব মোল্যা বাদী হয়ে কালিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা রুজুর সাথে সাথে জেলা পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুনের নির্দেশনায় হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে অত্র এলাকায় পুলিশি টহল জোরদার করা হয় এবং প্রধান আসামীকে গ্রেফতার করা হয়। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার করতে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক