শিরোনাম

নড়াইলে আ’লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

By admin

November 20, 2022

 

জিহাদুল ইসলাম, নড়াইল:: আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষ্যে নড়াইলে সাংগঠনিক কর্মকান্ড ও স্বাধীনতা বিরোধী অপশক্তির রাষ্ট্রবিরোধী কর্মকান্ড প্রতিরোধ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

নড়াইল জেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

 

জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু’র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট-১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিন এমপি।

 

গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ও এসএম কামাল হোসেন, নড়াইল-১ আসনের সাংসদ বিএম কবিরুল হক মুক্তি, বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ সারহান নাসের তন্ময়, মাগুরা-১ আসনের সাংসদ এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মোর্তজা।

 

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ইসমাইল হোসেন লিটন, যুগ্ম সম্পাদক বাবুল সাহা, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ কুন্ডু মিটুল, সরদার আলমগীর হোসেন আলম, আ’লীগ নেতা সিকদার জাহাঙ্গীর কবীর প্রমুখ।