নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০

নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
নিউজটি শেয়ার করুন

 

ত্রিশাল : ময়মনসিংহের ত্রিশালে সদর ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় রফিকুল ইসলাম রবিন (২০) নামের এক যুবক তার মায়ের নিকট নেশার টাকা না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

 

জানাযায় গতকাল রাতে বাড়ীর পাশের একটি গাছের ডালে শরীরের চাদর দিয়ে ফাঁস টানিয়ে আত্মহত্যা করে রবিন।

 

ত্রিশাল থানা পুলিশের ধারণা, রবিন একজন নেশাগ্রস্ত যুবক ছিলেন। সে তার মায়ের নিকট নেশার টাকা দাবি করে। মায়ের কাছে টাকা না পেয়ে রবিন আত্মহত্যার পথ বেছে নেয়।গতকাল রবিবার রাতে পরিবারের লোকজন তাকে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

এর পর তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে সিবিএমসি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রবিনের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ