পটুয়াখালী

নেশাগ্রস্ত ছেলেকে অভিনব কায়দায় শাস্তি দিলেন বাবা

By admin

June 19, 2021

 

মহিপুরে নেশাগ্রস্ত মাতাল ছেলেকে রশি দিয়ে হাত-পা বেধে অভিনব কায়দায় শাস্তি দিলেন তার বাবা। শনিবার মহিপুরের স্লুইজগেট এলাকার ইউনুচ মিয়ার ছেলে এলাকার চিহ্নিত মাদকসেবী শাওন (১৮) কে মাতলামির কারণে কাদার ভিতরে তার হাত-পা রশি দিয়ে বেধে শাস্তি দেন পিতা ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শাওন দীর্ঘদিন ধরে মাদকের সাথে জড়িয়ে এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে। সন্তানের অপকর্মের কারণে এলাকার লোকজন তার পিতা ইউনুচ মিয়াকে বিভিন্ন ধরনের কটুক্তি করে আসছে।সঙ্গবদ্ধ ভাবে মাদক সেবন করে মাতলামি করার কারণে এমন শাস্তি দিলে পরবর্তীতে এলাকার লোকজন নেশাগ্রস্ত শাওনের হাত-পা বাধা রশি খুলে দেন।

 

শাওনের বাবা ইউনুস এ প্রতিবেদককে জানান, ছেলের অন্যায় আচরণে অতিষ্ঠ হয়ে রশি দিয়ে বেধে রেখেছিলাম।