নেছারাবাদে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০

নেছারাবাদে স্কুলছাত্রীর লাশ উদ্ধার
নিউজটি শেয়ার করুন

 

পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদে নিখোঁজের একদিন পর রিনা খাতুন (৭) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ওই স্কুলছাত্রীর বাড়ির কাছের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

রিনা নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আউড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। সে স্থানীয় আউড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

 

পুলিশ জানায়, শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ওই স্কুলছাত্রী নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেও পায়নি। শনিবার দুপুরে স্থানীয়রা তাকে বাড়ির কাছ থেকে ৪-৫শ’ গজ দূরের বাগানের পাশের একটি ডোবার পানিতে ভাসতে দেখে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

 

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মাদ হোসেন বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্টের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।
Related


নিউজটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ফেসবুক পেজ