ঝালকাঠী

নেছারাবাদে ব্র্যাকের উদ্যোগে কায়েন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত

By admin

March 25, 2022

 

নেছারাবাদে (পিরোজপুর) সংবাদদাতাঃ পিরোজপুরের নেছারাবাদে সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচির উদ্যোগে ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কায়েন্টদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

 

২৪ মার্চ (বৃহস্পতিবার) সকালে ব্র্যাক অফিসের সভাকক্ষে ওই কায়েন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

 

ওয়ার্কশপ পরিচালনা করেন পিরোজপুুর জেলা ব্যবস্থাপক সেলপ, মোঃ জাহাঙ্গীর হোসেন, এবং সার্বিকভাবে সহায়তা করেন মোঃ হাবিবুর রহমান, এসোসিয়েট অফিসার সেলপ। উক্ত ওয়ার্কশপে সকল কায়েন্টদের আত্মনির্ভরশীল হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। সকলকে যেকোন আয়বর্ধক কাজে নিয়োজিত হওয়ার জন্য বলা হয়।

 

সকলের মনোবল বৃদ্ধি, বিভিন্ন পরিকল্পনা নিয়ে কিভাবে উদ্যোগি হওয়া যায় এবং তা কিভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে পদক্ষেপ গ্রহন করা হয়।