পিরোজপুর

নেছারাবাদে আগুনে পুড়লো সুতা কারখানা

By admin

October 15, 2020

 

পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় আগুনে শারমিন রৌপ নামে একটি সুতা তৈরির কারখানা পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কৌড়িখাড়া বিসিক নগরে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

নেছারাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, আগুন লাগার খবর পেয়ে সেখানে যাই। রাত সাড়ে ৩টা পর্যন্ত কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ মুহূর্তে ওই কারখানাটিতে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নির্ণয় করা হয়নি। বিষয়টি পরে জানানো হবে।