ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২২
নেছারাবাদ(পিরোজপুর) প্রতিনিধিঃ নেছারাবাদের ছারছীনা শরীফের মাহফিলে কুমিল্লার নাঙ্গোলকোট থেকে আসা আবু ইউসুফ (৬৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।
গত ১৩ মার্চ রাত্র অনুমান ১১.৩০ ঘটিকার দিকে তিনি ছারছীনা মাহফিল থেকে নিখোঁজ হয়।
এ বিষয়ে আবু ইউসুফ এর ছেলে মোঃ মিজানুর রহমান জানান, নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়রি করেছি এবং নেছারাবাদের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। ইহা ছাড়াও নিখোঁজ আবু ইউসুফকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি অব্যহত আছে।
নিখোঁজ ব্যক্তির বর্ননাঃ নামঃ মৌলভী মোঃ আবু ইউসুফ (৬৫) গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল-গোলাকার, লম্বা অনুমান-৫ফুট ৪ ইঞ্চি, পড়নে সাদা পাঞ্জাবি, সাদা চেক লুঙ্গি পরিহিত ছিল, সে কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলে।
যদি কোন ব্যক্তি সন্ধান পান- ০১৮১১২৭২০১৬/ ০১৭৩৬১২৭৯৩৪ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক