বরগুনা

নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরায় বরগুনায় ১১ জেলে আটক

By admin

March 16, 2022

 

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটায় বিষখালী নদী থেকে ব্যবহার নিষিদ্ধ মশারি ও বেহুন্দী জাল দিয়ে মাছ ধরায় ১১ জেলেকে আটকসহ জাল জব্দ করা হয়েছে।

 

মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড তাদেরকে আটক এবং ব্যবহৃত জাল উদ্ধার করে। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এম ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, পাথরঘাটার বিষখালী নদীর নিশানবাড়িয়া, পদ্মা, রুহিতা, লালদিয়া, হরিনঘাটা এলাকায় যৌথ অভিযান চালিয়ে ২৯টি বেহুন্দী জাল, দুই হাজার মিটার ব্যবহার নিষিদ্ধ অবৈধ মশারি জাল জব্দ করা হয়। এ সময় ১১ জেলেকে আটক করা হয়েছে।

 

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, জব্দ জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং আটক জেলেদের দুই হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, অসাধু জেলেদের জরিমানা ও অবৈধ জাল আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।