লিড নিউজ

নির্বাচনে হেরে সাঁকো ভেঙে ফেললেন প্রার্থী!

By admin

November 15, 2021

 

বগুড়ার শেরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেরে বাঁশের সাঁকো ভেঙে ফেলার অভিযোগ উঠেছে পরাজিত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। শুক্রবার (১২ নভেম্বর) রাতে উপজেলার সুঘাট ইউনিয়নের চরবেলগাছী গ্রামে এ ঘটনা ঘটে। এতে চার গ্রামের মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে গেছে।

 

জানা গেছে, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে উপজেলার সুঘাট ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে আবু সাঈদ খান রঞ্জু টিউবয়েল ও নুরুন্নবী মন্ডল হিটলার মোরগ প্রতীক নিয়ে অংশগ্রহণ করেন। এর মধ্যে আবু সাঈদ খান রঞ্জু পরাজিত হন। এ ঘটনায় তার সমর্থকরা ভোট না দেওয়ায় চরকল্যাণী, চরবেলগাছী, চরবিনোদপুর ও বেলগাছী গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র বাঁশের সাঁকোটি রাতের আঁধারে ভেঙে ফেলেন।

 

স্থানীয়রা জানান, বাঙালি নদীর ওপর বেলগাছী নামক স্থানে সেতু রয়েছে। ইউপি নির্বাচনে রঞ্জু হেরে গেছেন। তাকে ভোট না দেওয়ার কারণে তার সমর্থকরা সাঁকোটি ভেঙে দিয়েছেন।

 

অভিযোগ অস্বীকার করে রঞ্জু বলেন, এই ধরনের কোনো ঘটনার সঙ্গে আমি ও আমার সমর্থকরা জড়িত নেই।

 

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় এখনও লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।