ইন্দোনেশিয়ার নৌবাহিনীর নিখোঁজ সাবমেরিনটি ডুবে গেছে বলে ঘোষণা দিয়েছে দেশটির নৌবাহিনী।
আজ শনিবার (২৪ এপ্রিল) এ ঘোষণা দেওয়া হয়। এ খবর দিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
জাহাজটির সন্ধানে যারা উদ্ধার তৎপরতা পরিচালনা করছিল তারা ওই জাহাজের কিছু জিনিসপত্র পেয়েছে্। তাই ধারণা করা হচ্ছে সাবমেরিনটি ডুবে গেছে।
ইন্দোনেশিয়ায় নৌবাহিনীর প্রধান ইওদো মারগোনো বলছেন, যেখান থেকে সাবমেরিনটি নিখোঁজ হয়েছে তার কাছেই এর কিছু অংশ পাওয়া গেছে।
তিনি আরও বলেছেন, স্ক্যান করে দেখা গেছে ডুবোজাহাজটি সমুদ্রের যতোটা গভীরে চলাচল করতে পারে, এটি তারচেয়েও অনেক গভীরে তলিয়ে গেছে । এজন্য তারা সাবমেরিনটি ডুবে যাওয়ার কথা ঘোষণা করছেন।
বুধবার (২১ এপ্রিল) সাবমেরিনটি নিখোঁজ হয়েছিল।