বরিশাল

নারী কেলেঙ্কারীর অভিযোগে উজিরপুরে আ‌’লীগ নেতা বহিস্কার

By admin

March 28, 2022

 

নিজস্ব প্রতিবেদকঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক মিজানুর রহমান কামালকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।

 

সোমবার(২৮ মার্চ) সকালে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম জামাল হোসেন এবং সাধারণ-সম্পাদক গিয়াস উদ্দিন বেপারীর স্বাক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক মিজানুর রহমান কামালকে নারী সংগঠিত কেলেঙ্কারী সহিত জড়িত থাকার অভিযোগে তাকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তরুনীর সাথে আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান কামালের অশ্লীল’ ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ৯ মিনিট ০৪ সেকেন্ডের ফাঁস হওয়া ওই অডিও রেকর্ডে শোনা যায়, মাদ্রাসায় এক নারীকে চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে মোবাইলে কু-প্রস্তাব দেয় আওয়ামী লীগ নেতা কামাল।

 

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামীলীগ নেতা কামাল জানায়, অশ্লীল’ ফোনালাপটি আমার না। সামনে ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন তাই আমার বিরোধী পক্ষ আমাকে রাজনৈতিক ভাবে হেয় করতে এসব প্রচার করছে। আমি ষড়যন্ত্রের শিকার।