অজু ছুটে যাওয়া স্বাভাবিক বিষয়। মসজিদে জামাতে নামাজ আদায়কালেও এমনটি হতে পারে। কেউ এমন অবস্থার সম্মুখীন হলে অর্থাৎ জামাতে নামাজ আদায় করার সময় কারো অজু ছুটে গেলে তৎক্ষণাৎ অজুর জন্য বের হয়ে যেতে হবে। ইমামের নামাজ শেষ হওয়ার অপেক্ষায় বসে থাকা যাবে না।
আমর ইবনুল হারেস থেকে বর্ণিত, তিনি বলেন, নামাজরত ব্যক্তির নাক দিয়ে রক্ত বের হলে কী করণীয়—এ সম্পর্কে ওমর ইবনুল খাত্তাব (রা.) বলেন, সে অজুর জন্য বের হয়ে যাবে এবং অজু করে আসবে। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ৫৯৫০)
সালমান ফারসি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, তোমাদের মধ্যে কারো যদি নামাজে অজু ছুটে যায় তাহলে সে যেন বের হয়ে অজু করে আসে। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ৫৯৫৪)
অজু ছুটলে দুই পদ্ধতিতে নামাজ পড়ার অবকাশ
১) নতুন অজুতে বাকি নামাজ পড়া। অর্থাৎ অজু করে এসে যেখান থেকে নামাজ রেখে গেছেন; সেখান থেকে বাকি অংশটুকু পড়ে নেবেন। অর্থাৎ ইমামের সঙ্গে বাকি নামাজে যোগদান করবেন। ইমামের সালাম ফেরানোর পর উঠে দাঁড়িয়ে বাকি নামাজ যথারীতি আদায় করবেন। অজু করে ফিরে আসতে আসতে যদি ইমামের নামাজ শেষ হয়ে যায়, তবে একাকি অবশিষ্ট নামাজ আদায় করবেন। পথিমধ্যে কারও সাথে কথা বললে কিংবা অন্যকোনো কাজে বিলম্ব করলে অবশ্যই নামাজ শুরু থেকে আদায় করতে হবে।
২) নতুন অজুতে শুরু থেকে নামাজ পড়া। আপনি ইচ্ছে করলে শুরু থেকেই নামাজ আদায় করতে পারবেন। অর্থাৎ নতুন অজুতে ইমামের পেছনে নামাজে শরিক হবেন। ইমামের সালাম ফেরানোর পর বাকি নামাজ একাকি আদায় করে নেবেন। তবে, অজু ছুটে গেছে বলেই নামাজ ভেঙে গেছে এমনটি মনে করা সঠিক নয়। (সূত্র: সুনানে দারাকুতনি: ১৭০৮)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে অজু ও নামাজের নিয়ম-কানুন সহিহ সুন্নাহ অনুযায়ী আদায় করার তাওফিক দান করুন। আমিন।