নানা আয়োজনে রাঙ্গাবালীতে মহান বিজয় দিবস পালিত

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২২

নিউজটি শেয়ার করুন

 

এনামুল ইসলাম, পটুয়াখালী: রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা, নানা আয়োজনের মধ্যে দিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিজয় দিবস পালিত হয়েছে। ৫১ তোপ ধ্বনীর মাধ্যমে দিনটির শুভ সুচনা হয়।

 

 

সকালে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পন করা হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালেক মুহিদের সভাপতিত্বে, উপজেলা পরিষদ থেকে বিজয় র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে বিভিন্ন বাহিনী, স্কুল ও কলেজের ছাত্র- ছাত্রীরা কুচকাওয়াজ ও শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে ডিসপ্লে প্রদর্শন করা হয়।

 

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহম্মেদ, রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল ইসলাম মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুজ্জামান মামুন খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়ালিদ তালুকদার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মাতোয়ারা লিপি, উপজেলা কৃষি অফিসার ইকবাল মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা মৎস্য অফিসার আনোয়ারুল হক বাবুল, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর, উপজেলা আইসিটি অফিসার মোঃ মাসুদ হাসান, রাঙ্গাবালী থানার (তদন্ত ওসি) আব্দুস সালাম প্রমূখ।

 

 

 

উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এতে সরকারি-বেসরকারি দপ্তর, প্রেসক্লাব, স্কুল-কলেজ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহ অংশগ্রহন করেণ। পরে উপজেলা পরিষদ হল রুমে মুক্তিযোদ্ধাদের ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।

 

 

 

এছাড়া দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশ বাজী প্রদর্শনী,আলোকসজ্জা সহ বিভিন্ন আয়োজন রয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ