পিরোজপুর

নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষকের মৃত্যু

By admin

May 23, 2022

 

পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিত্যানন্দ মজুমদার (৫৬) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

 

সোমবার ভোররাতে তিনি খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

নিত্যান্দ উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের নৈলতলা গ্রামের মৃত কুমদ বিহারী মজুমদারের ছেলে ও উপজেলার গড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি ছিলেন।

 

নিহতের ছেলে কৈশিক মজুমদার জানান, তার পিতা গত রবিবার ( ১৫ মে) রাতে গোপালগঞ্জ থেকে মোটর সাইকেলে করে নাজিরপুরে ফিরছিলেন। এ সময় উপজেলার শাঁকারীকাঠী এলাকার নতুন রাস্তা এলাকায় পৌঁছলে সেখানের একটি খাদে তার মোটর সাইকেলটি পড়ে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনায় পাঠানো হয়ে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলতাফ হোসেন বেপারী ওই শিক্ষকের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।