পিরোজপুর

নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

By admin

August 26, 2021

 

পিরোজপুরের নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগষ্ট) নিজ ঘরেই তার মৃত্যু হয়।

 

নিহত অরূপ মিস্ত্রী (১৮) উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের বন্দর সংলগ্ন বেকারী মোড় এলাকার মৃত ইন্দু ভুষন মিস্ত্রীর ছেলে ও নাজিরপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

 

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি নিজ ঘরের বৈদ্যুতিক পাখায় (সিলিং ফ্যান) সংযোগ দেয়ার সময় বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অশেষ প্রতীম রায় ও ডাক্তার অতনু মিত্র জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। ওই কালেজ ছাত্রকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. লিটন শেখ জানান, ওই কলেজ ছাত্রের মা অঞ্জলী রানী’র চিৎকার ও বিদ্যুতায়িত হওয়ার খবর শুনে তাদের ঘরে যাই। স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

 

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. আশ্রাফুজ্জামান জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।