পিরোজপুর

নাজিরপুরে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

By admin

September 30, 2020

 

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বলেশ্বর নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. আব্দুল হক মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নদে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়দের সহযোগিতায় তা উদ্ধার করা হয়।

 

উপজেলার শেখামাটিয়া ইউনিয়নের রামনগর গ্রামের আদর্শপাড়া গ্রামের মৃত দুলাল মোল্লার ছেলে।

 

উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. শহিদুল ইসলাম জানান, ওই বৃদ্ধ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তার বাড়ির সামনে বলেশ্বর নদে মাছ ধরতে যান। এসময় জাল ফেলতে গিয়ে তিনি নদীতে পড়ে যান। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে অভিযান চালালেও ব্যর্থ হন। পরে মঙ্গলবার দিনব্যাপী নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাতে বলেশ্বর নদের বুইচাকাঠী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।