ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২২
পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে টেম্পোচাপায় ইমন বাড়ৈ (১৫) নামে আহত এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ইমন উপজেলার মালিখালী ইউনিয়নের সাচীয় গ্রামের মনিন্দ্র নাথ বাড়ৈ এর ছেলে। সে লড়া মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমনসহ তার তিন বন্ধু শনিবার (১২ মার্চ) বিকেলে মোটরসাইকেলে করে বাঁশবাড়িয়ার দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা একটি টেম্পো মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ জেলা হাসপাতাল নেওয়া হয়। পরে সেখান থেকে গুরুতর আহত ইমনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, নিহত ইমনের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সকালে নাজিরপুরের গ্রামের বাড়িতে আনা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক