নাজিরপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ!

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, জুন ২, ২০২১

নাজিরপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ!
নিউজটি শেয়ার করুন

 

পিরোজপুরের নাজিরপুরে ফারজানা বেগম (২০) নামের ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ নিহতের বাবার। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।

 

নিহত ফারজানা বেগম উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের সোনাপুর গ্রামের মো. জুয়েল মোল্লার স্ত্রী ও একই ইউনিয়নের বিলডুমুরিয়া গ্রামের তাজউদ্দিন মাঝির মেয়ে।

 

নিহতের পিতা দাবি করেন, আড়াই বছর আগে তার মেয়ে ফারজানাকে জুয়েল মোল্লার সঙ্গে বিয়ে দেন। বিয়ের সময় যথাযথ উপহার সামগ্রী দেয়া হলেও বিয়ের পর থেকে জামাতা জুয়েল ৫ লাখ টাকার জন্য চাপ দিয়ে মারধর করে আসছে। মঙ্গলবার রাতে একই কারণে ফারজানাকে মারধর করে হত্যার পর ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে।

 

ওই রাত সাড়ে ১২টার দিকে জামাতার ভগ্নিপতির মাধ্যমে তাকে (তাজউদ্দিন) ফোন দিয়ে ফারজানা অসুস্থ বলে জানানো হয়। ফারজানার পিতা ও তাদের বাড়ির লোকজন সেখানে গিয়ে তার মৃতদেহ দেখেন।

 

তিনি আরও জানান, ফারজানার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

 

এ ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী পলাতক ও তার মোবাইল ফোন বন্ধ থাকায় তার কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

থানার এসআই মো.নাজমুল হোসেন জানান, নিহত গৃহবধূর ডান পায়ের হাঁটুর উপরে পেটানোর লাল চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে মারধরসহ নির্যাতনের কারণে স্বামী বা পরিবারের ওপর অভিমান করে আত্মহত্যা করতে পারে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর রহস্য উদঘাটন করা যাবে।

 


নিউজটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ফেসবুক পেজ