নাইজারে সামরিক অভ্যুত্থান, প্রেসিডেন্ট আটক

প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২৩

নাইজারে সামরিক অভ্যুত্থান, প্রেসিডেন্ট আটক
নিউজটি শেয়ার করুন

 

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে আটক করে সামরিক অভ্যুত্থান ঘোষণা করেছেন একদল সৈন্য। দেশটির জাতীয় টেলিভিশনে অভ্যুত্থানের ঘোষণা দেন তারা।

 

 

অভ্যুত্থানের ঘোষণা দিয়ে সৈন্যরা জানান, দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। এছাড়া সংবিধান বাতিলের পাশাপাশি সব প্রতিষ্ঠান এবং সীমান্ত বন্ধ করে দিয়েছেন তারা। খবর বিবিসির।

 

 

 

বুধবার রাতে একদল সৈন্য জাতীয় টেলিভিশনে ঘোষণা করেন, প্রেসিডেন্টকে তার পদ থেকে অপসারণ সরা হয়েছে। অভ্যুত্থান ঘোষণা করে কর্নেল আমাদু আবদরামান জানান, দেশের সীমান্তগুলো বন্ধ করা হয়েছে এবং দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে।

 

 

 

এ সময় দেশটির প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর আরো ৯ কর্মকর্তা তাকে ঘিরে ছিলেন।

 

 

 

 

কর্নেল আমাদু আবদরামান বলেন, দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং অপশাসন বেড়ে যাওয়ায় নাইজারের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এ সময় তিনি বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

 

 

 

 

এর আগে নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে আটক করেন তার প্রাসাদের রক্ষীরা। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

 

 

 

 

এ সময় প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, রক্ষীরা অর্থহীন গণতন্ত্রবিরোধী আন্দোলন শুরু করেছে। প্রেসিডেন্টের পরিবার সদস্যদের প্রেসিডেন্ট প্রাসাদেই রাখা হয়েছে বলেও জানানো হয়।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ