ঝালকাঠী

নলছিটি পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুই জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

By admin

October 09, 2021

 

নিজস্ব প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার নলছিটি পৌর ছাত্রলীগের সভাপতি সহ দুজনের উপর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় নলছিটি পৌর ছাত্রলীগের সভাপতি কাওসার হোসেন সালমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রবিন ও সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম তানভীরের নিজ আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত প্রেস রিলিজের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

 

এর আগে ২০২০ সালের ৩০ নভেম্বর সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সাংসদের সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে বহিস্কার করা হয়।

 

এ ব্যাপারে পৌর ছাত্রলীগের সভাপতি কাওসার হোসেন সালমান বলেন, আমি মিথ্যা ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম । সত্য উন্মোচিত হয়েছে । তারপরেও পিছনের কোনো ভুল থাকলে সেগুলো শুধরে সবাইকে নিয়ে পথ চলতে চাই।