নলছিটিতে সাবেক ‍ইউপি চেয়ারম্যান শাহীনের ইন্তেকাল

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৩

নলছিটিতে সাবেক ‍ইউপি চেয়ারম্যান শাহীনের ইন্তেকাল
নিউজটি শেয়ার করুন

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক ::  ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহীন তালুকদার (৫২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

 

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে বুধবার দিবাগত রাত ৩.৩০ মিনিটের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আছর সুবিদপুর বিজি ইউনিয়ন একাডেমি স্কুল মাঠে জানাজা শেষে তাকে তালতলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন

 

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন, সদস্যসিচব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, নলছিটি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম গিয়াস ও বর্তমান সাধারণ সম্পাদক সেলিম গাজী।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ