ঝালকাঠী

নলছিটিতে বিএনপির ২৯ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

By admin

December 04, 2022

 

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা ও বোমা বিস্ফোরনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

 

 

শনিবার(০৩ ডিসেম্বর) রাতে পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) জুয়েল খান বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলালসহ ২৯ জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন। মামলায় আরও ৪০/৫০জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

 

 

এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (০২ ডিসেস্বর) রাতে পৌর এলাকার ফেরিঘাট সংলগ্ন এলাকায় বসে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর বিএনপির নেতাকর্মীরা হামলা করেন। এসময় তারা জীবন বাঁচাতে ট্রিপল নাইনে ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ এসে তাদের উদ্ধার করে এবং হামলাকারীরা বোমা বিস্ফোরন করে পালিয়ে যায়।

 

 

এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল বলেন, এটা সম্পূর্ন রাজনৈতিক হয়রানিমূলক মামলা। আমাদের কোন নেতাকর্মী এ ধরনের হামলা করেনি।

 

 

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান জানান, আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং দোষীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।