ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২২
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে বাসের চাপায় রুস্তুম হাওলাদার (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় বরিশাল পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের দপদপিয়া কাঠেরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুস্তুম হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার হলতা গ্রামের বাসিন্দা।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, দপদপিয়া কাঠের ঘর এলাকায় ওই পথচারীকে অজ্ঞাত একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক