ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, মে ২৮, ২০২৩
আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে (২৮মে) রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন’র উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জান্নত আরা নাহিদ’র সভাপতিত্বে অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ বারেক হাওলাদার, মোল্লারহাট ইউপি চেয়ারম্যান এ্যাডঃ মাহবুবুর রহমান সেন্টু, কৃষি কর্মকর্তা জান্নাত আরা সাওন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাঈমুন্নাহার, পি়আইও বিজন কৃষ্ণ খরাতি, সিক্ষক ও সাংবাদিক মিলন কান্তি দাস, সাংবাদিক তপন কুমার দাস, শাহিন আহমেদ অরবিন্দ পোদ্দার তপু প্রমুখ।
আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে উপজেলা প্রসাশনের পক্ষ হতে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক