ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলার খাগড়াখানা গ্রামের শহিদ খানের মেয়ে রজিফা (৭)ও সোহেলের ছেলে আল আমিন,(৬) বৃহস্পতিবার দুপুরে খাগড়াখানা বিলাম হাসপাতালের সামনের খালে পড়ে গিয়ে নিখোঁজ হন।
পরে স্থানিয়রা খোজাখোঁজি করে না পেয়ে নলছিটি ফায়ার সার্ভিস কে খবর দিলে, নলছিটির ফায়ার সার্ভিস কর্মীরা বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি সদস্যদের খবর দেন, বরিশালের টিম লিডার হুমায়ন কবিরের নেতৃত্বে ঘটনা স্থানে এসে, প্রায় দেড় ঘন্টার খোঁজাখুঁজি পর বিকালে ৫টায় দুই শিশুর মরদেহ উদ্ধার করে শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন।
দুই শিশুর মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।