ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, মে ২৪, ২০২২
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার নলসিটি উপজেলায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে দুই দিনব্যাপী শিশু মেলার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার(২৪ মে) সকাল এগারো ঘটিকায় মেলার শুভ উদ্ধোধন করেন জেলা প্রশাসক মো: জোহর আলী।
এ উপলক্ষে একটি বর্নাঢ্য র্যালী পৌর মিলনায়তনের সম্মুখ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালী শেষে পৌর মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: জোহর আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভুুমি) মাছুমা আক্তার,নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু: আতাউর রহমান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার,অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা তথ্য অফিসার মো. আহসান কবির। মেলায় পৌর এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শতাধিক ছাত্রছাত্রী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।
পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলা শেষ হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক