আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ জীবনকে আরও সহজ,সমৃদ্ধ এবং স্মার্ট করে তুলতে সারাদেশের উদ্ভাবকদের উদ্ভাধনী সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে সারাদেশের ন্যায় ঝালকাঠির নলছিটিতেও একদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৯ নভেম্বর) সকাল দশটায় উপজেলা চত্বর থেকে এক বর্নাঢ্য র্যালী শহরের প্রধান সড়কগুলো প্রদিক্ষন শেষে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী, সরকারী ,বে-সরকারী প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেন। অতঃপর নলছিটি চায়না মাঠে অবস্থিত মেলা প্রাঙ্গনের সভামঞ্চে এক আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।
গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রুম্পা সিকদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান প্রমুখ।
এরপর স্থানিয় শল্পিদের অংশগ্রহণে নাচ, গান, আবৃত্তির মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন, এক দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার অনুষ্ঠান সূচিতে আরও রয়েছে ডিজিটাল সেবা প্রদানের অভিও,ভিডিও ক্লিপ প্রদর্শন, অতিথিদের মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন।