ঝালকাঠী

নলছিটিতে জাতীয় নারী দিবস পালিত

By admin

March 08, 2023

 

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নারী দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় “ডিজিটাল প্রযুক্তি ও উন্নয়ন কররবে জেন্ডার বৈষম্য নিরসন” এ উপলক্ষে বুধবার (৮মার্চ) সকাল১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করে সহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলার পরিষদ মিলনায়তনে এসে এক অলোচনা সভায় মিলিত হন।

 

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাইমুন্নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মোর্সেদা বেগম।

 

 

এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের কণেডিট সুপার ভাইজার শাহীন আহম্মেদ, বিভিন্ন কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটারসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্যালেস্টাইন টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ইংরেজি প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন।