লোকমান হোসেন, নলছিটি : নানা উৎসাহ উদ্দীপনায় ঝালকাঠির নলছিটি উপজেলায় একই দিনে দশটা ইউনিয়ন, পৌরসভা, সরকারী ডিগ্রি কলেজ সহ ১৪টা প্রোগ্রামের মধ্যদিয়ে উপজেলা ব্যাপী পালিত হলো মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন।
২৮ সেপ্টেম্বর প্রথমে আনন্দ মিছিল করে শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে শহরের প্রধান বিজয় উল্লাস ৭১ এ এসে সমবেত হয়।সেখানে তারা দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে এবং শেখ হাসিনার বাংলাদেশকে নিয়ে এ অগ্রযাত্রায় নলছিটি ছাত্রলীগ সব সময় পাশে ছিলো এবং ভবিষ্যৎতেও থাকবে এ আশা ব্যক্ত করেন বিভিন্ন বক্তৃতা স্লোগানের মাধ্যমে। এরপর কেক কেটে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীগের সহ-সভাপতি ও নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দীকুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা চৌধুরী সাদ্দাম, ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি বাবু, সাধারণ-সম্পাদক খলিলুর রহমান ইমাম, পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তুহিন, সাধারণ-সম্পাদক অন্তু, উপজেলা ছাত্রলীগ নেতা কাওসার, এসবি শুভ, জাহিদসহ অসংখ্য নেতা কর্মীরা।
এ সময় উপজেলা ছাত্রলীগ সভাপতি অনিক রহমান সরদার বলেন, আমার রাজনৈতিক অভিভাবক জননেতা আমুর হোসেন আমু আমাকে দায়িত্ব দেয়ার পর থেকে সংগঠনের নেতা কর্মিদের সু সংগঠিত রাখতে এবং তাদের ভিতরে বঙ্গবন্ধুর আদর্শের বীজ বপন করতে সর্বদা চেষ্টা করছি। আমরা শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড মানুষের কাছে বিভিন্ন মাধ্যমে তুলে ধরছি যা ভবিষ্যৎতে অব্যাহত ধাকবে।