ঝালকাঠী

নলছিটিতে ছাত্রলীগের উদ্যোগে ফিরোজা আমুর মৃত্যু বার্ষিকী পালিত

By admin

November 02, 2021

 

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর সহধর্মিণী ফিরোজা হোসেন ওরফে ফিরোজা আমুর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

 

সোমবার (১ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা ছাত্রলীগ সভাপতি অনিক রহমান সরদারের উদ্যোগে ফিরোজা আমুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

 

এসময় নলছিটি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবর খন্দকার, সাংগঠনিক সম্পাদক এইচ এম আখতারুজ্জামান বাচ্চু,শ্রমিক লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।

 

ছাত্রলীগ সভাপতি অনিক সরদার বলেন, প্রিয় নেতা আমাদের অভিবাবক সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি মহোদয়ের সহধর্মীনি মরহুমা ফিরোজা আমু ছিলেন একজন আদর্শ নারী। তার ১৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আমার সামর্থ্য অনুযায়ী দোয়ার আয়োজন করেছি।আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

 

উল্লেখ্য মরহুমা ফিরোজা আমু ২০০৭ সালে ১ নভেম্বর ইন্তেকাল করেন।