ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, মে ২৪, ২০২২
নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির নলছিটিতে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে ২৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।
সোমবার (২৩ মে) রাতে নলছিটি থানার এসআই মফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলা শহরের পুরানবাজার এলাকা থেকে ১৪০ পিস ইয়াবাসহ রাসেল মোল্লা (২৯) নামে একজনকে আটক করে। সে নলছিটি পুরান বাজার এলাকার তোফাজ্জল হোসেন ওরফে সোহরাব মোল্লার ছেলে।
অপরদিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়ন থেকে ১০০ পিস ইয়াবাসহ জুয়েল সরদার (৩৬) নামে আরেকজনকে আটক করে ডিবি পুলিশ। সে ওই ইউনিয়নের মোশারেফ সরদারের ছেলে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, সোমবার রাতে নলছিটি থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ দুজনকে ইয়াবাসহ আটক করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক